কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঘটনা ভিন্ন খাতে নেয়ার পায়তারা স্বার্থান্বেষী মহলের

0
17

ইব্রাহিম খন্দকার,কালীগঞ্জঃ-
কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে -মাহিন (১০ বছর) নামে এক শিশুর মৃত্যু!
বিষয়টি ভিন্ন খাতে নেয়ার পায়তারা করছে একটি স্বার্থান্বেষী মহল।
শিশুটির পিতার নাম-সোয়াইব মোড়ল,সে
জামালপুরের বালোয়াভিটা গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা, ইউনিয়ন জামালপুর থানা কালীগঞ্জ গাজীপুর।
উল্লেখ্যঃ-কালীগঞ্জ থানাধীন জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের সোয়াইবের ছেলে (মাহিন-১০) ৫/৭/২৩ ইং বুধবার সন্ধ্যায় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজির পর ৬/৭/২৩ ইং বৃহস্পতিবার তার বাড়ির পাশেই একটি পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখে থানা পুলিশ কে খবর দেয়,খবর পেয়ে সকাল ৯:৫০ মিনিটে পুলিশ লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে পুলিশ এস আই মাজহারুল বলেন” বাচ্চাটির দেহে কোন ক্ষত চিন্হ পাওয়া যায়নি,ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে,ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে নিশ্চিত করে বলা যাবে বাচ্চাটি কিভাবে মারা গেছে।

এবিষয়ে ওসি কালীগঞ্জ থানার সাথে কথা বললে তিনি জানান খবর পেয়ে লাশ উদ্ধার এবং ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, একটি মহল বিষয়টি কে ভিন্ন কথা বলার চেষ্টা করছে তবে আমরা আইনের বাহিরে কোন কিছুই করতে বা বলতে পারবোনা।
তদন্ত রিপোর্ট হাতে পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

কোন মন্তব্য নেই