আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি- এই স্লোগানকে সামনের রেখে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভেতর বিশাল পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করণ করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছেড়ে অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, উপজেলা মৎস্য অফিসার সাদিয়া সাদিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার প্রমুখ।