আহাম্মদ আলী,কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি
কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া প্রতিপক্ষের লোকজন মিলন ভাড়ারির গরু ক্রয়ের ২ লাখ টাকা, একটি ডিসকভারি মোটরসাইকেল ভাঙচুর করে তা ছিনিয়ে নিয়ে যায়। বাড়ির ভিতরে উঠানে থাকা খড়ের পাড়ায় আগুন লাগিয়ে প্রতিপক্ষরা চলে যায় বলে অভিযোগ রয়েছে।
বুধবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিনিরাইল গ্রামের ভাড়ারির বাড়িতে এমন ঘটনাটি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার মিলন ভাড়ারি বাদী হয়ে এ সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, বিনিরাইল গ্রামের মুসলেহউদ্দিনের ছেলে শাকিলের সাথে প্রতিবেশি অরুণ মাঝির ছেলে ইসমাইল মাঝির মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। পূর্ব শক্রতার জের ধরে বুধবার রাতে ইসমাইল মাঝি পাশ্ববর্তী জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকা থেকে ১৫-২০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে গিয়ে মুসলেহউদ্দিন ভাড়ারির বাড়িতে হামলা চালায়। প্রতিপক্ষরা ছেন, ছোরা, চাপাতি ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে সফরউদ্দিন, মোহসেন, নাদিম ও মোহসেনের স্ত্রী হালিমাকে মারধরসহ এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ডিসকভারি মোটরসাইকেল ভাঙচুর করে তা ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষরা। যাওয়ার সময় বাড়ির উঠানে খড়ের পাড়ায় আগুন জ্বালিয়ে দেয় তারা। পরে পাড়া প্রতিবেশী লোকজন এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে যায় এবং খড়ের পাড়ার আগুন নিভাতে সহায়তা করেন। এর মধ্যে সফরউদ্দিন ও তার ছেলে মোহসেনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ব্যাপারে জাঙ্গালিয়া ইউপি সদস্য শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, আমি উভয় পক্ষের সাথে কথা বলেছি। তবে ঘটনাটি দুঃখজনক।