কালীগঞ্জে ফুয়েল কারখানা ও ইটভাটাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

0
33

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে টায়ার পুড়িয়ে অবৈধ ভাবে ফুয়েল(তেল) তৈরির ২টি কারখানা ও একটি ইটভাটাকে ২ লাখ ১০ হাজার টাকা অর্থদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শিবলী সাদিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম পরিচালিত আদালত এ দÐাদেশ প্রদান করেন।
জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার নাগরী ইউনিয়নের কেটুন এলাকায় অবৈধ ভাবে গড়ে তুলে ২ টি ফুয়েল কারখানা। এ কারখানায় টায়ার পুড়িঁয়ে পবিবেশ নষ্ট করে তৈরী করা হচ্ছে এক প্রকার ফুয়েল(তেল)। সরকারের অনুমোদন বিহীন এবং রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে এক ধরনের ফুয়েল। নষ্ট হচ্ছে আশে-পাশের পরিবেশ। এ কারখানায় টায়ার পোড়ার দুর্গন্ধে আশে পাশের বসত বাড়ির লোকজন বাড়িতে থাকতে পারছে না। পরিবেশ নষ্ট হওয়া এলাকার লোকজনের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে । এমনকি কোমল মতি শিক্ষার্থীদেরও লেখাপড়ার বিঘœ ঘটেছিল।
গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত ওই দুই ফুয়েল তৈরীর কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানায় দায়িত্বপ্রাপ্তরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫এর ১২ ধারায় ওই কারখানা দু’টিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপর দিকে বিক্স ফিল্ডকে ইট প্রস্তুত ভরাট স্থাপনা নির্মাণ আইনে ২০১৩এ ৪ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শিবলী সাদিক বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার আইনে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন