আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন সচিবালয় কর্তৃক গত ১৭ জুন এক স্মারকের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন কমিশনের ২০১০ এর ৫ বিধি অনুযায়ী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের জন্য সময় সূচী ধার্য্য করে প্রজ্ঞাপন জারি করেন। গত ২ মে বাহাদুরসাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য শেখ মহিউদ্দিন সোহেল মারা যাওয়ায় ২১ মে সেই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করে ২৫ জুলাই উপ-নির্বাচনের দিন ধার্য্য করেন উপজেলার নির্বাচন অফিস। বাহাদুরসাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের জন্য ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা হলেন- মো. আরমান হোসেন (তালা), মো. দুলাল মিয়া(বৈদ্যুতিক পাখা), নুর হোসেন খোকা মোল্লা (ফুটবল) ও মো. মুজিবুর রহমান (মোরগ)। প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নারী-পুরুষ মিলে এ ওয়ার্ডে মোট ভোটার ২২৩১ জন। ২৫ জুলাই সকাল ৮ টা থেকে ঈশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কালীগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার ফারিজা নুর বলেন, বাহাদুরসাদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটাররা যেন তাদের ভোট প্রদান করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের জন্য পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।