কালীগঞ্জে বিদ্যুৎ স্পর্শে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

0
22

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জে নতুন বাড়িতে ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রোববার সকালে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় কাসেম ফকিরের বাড়িতে ঘটনাটি ঘটেছে। কালীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহতের নাম মাসুদ খান (২৫)। সে বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বাহেরচর গ্রামের লিয়াকত আলী খানের ছেলে।
নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দোহা বলেন, বাড়িতে ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে মাসুদ বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। এই সংক্রান্ত বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
কালীগঞ্জ থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের কাসেম ফকিরের বাড়িতে ওয়ারিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে আগুন জ্বলতে থাকে। তখন ইলেকট্রিশিয়ান মাসুদ তার কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতাল থেকে মাসুদের লাশের উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

কোন মন্তব্য নেই