কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শাহজাহানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ।
মোঃ ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
গাজীপুরের কালীগঞ্জে বিশিষ্ট ব্যাংকার, সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মো. শাহজাহান এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. হারুন অর রশিদ টিপু’র পিতা। সোমবার দিবাগত রাতে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন।
মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা ঈদগাহ্ মাঠে শত শত মুসুল্লীদের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কণ্যা, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত অনুরাগী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মো. শাহজাহান এর মৃত্যুতে গাজীপুর-৫ কালীগঞ্জের সাংসদ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান, স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সূধীজনসহ সর্বস্তরের জনগণ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মো. শাহজাহান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।