কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

0
2

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি //
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবীরের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মৃত সকল বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার প্রতিও শ্রদ্ধা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবীর গত ২৮ অক্টোবর বিভিন্ন রোগে ভোগে নিজবাড়ীতে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়া। মিলাদ ও দোয়া পরিচালনা করেন আলামিন দেওয়ান সাধারণ সম্পাদক কালিগঞ্জ প্রেস ক্লাব।

এসময় ভার্চুয়ালি বীর মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা প্রকাশ করে নিজের জন্যও দোয়া কামনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক, এমপি।

এসময় উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, সুলতান উদ্দিন আহমেদ, এইচ লুইস গমেজ, আক্তারুজ্জামান মোল্লা, ওয়াকিল মাসুদ, নুরুল ইসলাম আকন্দ, একেএম ফজলুল হক, নাজিম উদ্দিন গাজীসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই