আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি এ ¯েøাগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে মূলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। গতকাল রোববার কালীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মূলগাঁও দারুল উলুম দাখিল মাদ্রাসায় ফলজ ও বনজ চারা গাছ লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, মূলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর আহমেদুল কবির আবু খান, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, জামালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নাজমুল হোসেন মেম্বারসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলি ও পরিষদের সদস্যবৃন্দ।