মো. ইব্রাহীম খন্দকার,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম খালের উপর বোয়ালী ব্রিজের ১৬ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল শনিবার সকালে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দদের নিয়ে বোয়ালী ব্রিজটি উদ্বোধন করেছেন। গাজীপুর এলজিইডির বাস্তবায়নে ঠিকাদার মেসার্স হ্যাভেন এন্টারপ্রাইজ ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন করেন। এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও হাসান শরীফ খান ববি, গাজীপুর জেলা প্রজন্ম লীগের সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আরমান রাজ প্রমুখ।
কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম খালের উপর বোয়ালী ব্রিজের ১৬ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল শনিবার সকালে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দদের নিয়ে বোয়ালী ব্রিজটি উদ্বোধন করেছেন। গাজীপুর এলজিইডির বাস্তবায়নে ঠিকাদার মেসার্স হ্যাভেন এন্টারপ্রাইজ ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন করেন। এই সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও হাসান শরীফ খান ববি, গাজীপুর জেলা প্রজন্ম লীগের সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আরমান রাজ প্রমুখ।