কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাটারী কারখানা বন্ধ

0
18

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পৌর এলাকার টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সংযোগ সড়কে এইচকিউ লিড নামের একটি ব্যাটারি কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম।
জানা গেছে, কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রশাসনের নাকের ডগায় উন্মুক্ত পরিবেশে এইচকিউ লিড ব্যাটারি কারখানা পরিচালিত করে আসছে। এ নিয়ে স্থানীয় মানুষের একাধিক অভিযোগও ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় ব্যাটারী কারখানাটি। এতে এর আশেপাশে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। দিন-রাতে ব্যাটারির পোড়া গন্ধে তারা অতিষ্ঠ ছিল।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের নির্দেশে রোববার (১৯ মে) বিকেলে ওই ব্যাটারি কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে না পারায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ব্যাটারি কারখানাটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। এর আগে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কোন মন্তব্য নেই