কালীগঞ্জে মহিলা ডিগ্রী কলেজে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

0
22

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজ হলরুমে মাদক, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ, ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া।
প্রধান অতিথি (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, পরিবার পরিজনদের সুস্থ রাখতে মাদককে না বলুন। মাদক পরিবারকে ধ্বংস করে দেয়। তাই এই বিষয়ে সবায়কে সচেতন হতে হবে। কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কলেজে তোমাদের আসা-যাওয়ার পথে কেউ কোনো উত্ত্যক্ত করলে তা যদি কলেজ কর্তৃপক্ষকে না বলতে পারেন। তা আমাকে (ওসি) অবহিত করবেন। ওই সব বখাটেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বাল্যবিয়ের বিষয় সরকার জিরো টলারেন্সে রয়েছে। নারীরা তাদের মেধায় এগিয়ে যাচ্ছেন। তাই বাল্য বিয়েকে না বলে তার বিরোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যৌতুক একটি সামাজিক অবক্ষয়। যৌতুক দেয়া ও নেয়া থেকে সবায়কে বিরত থাকতে হবে। সবায়কে জঙ্গিবাদ বিরোধী সচেতন হতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন খান। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক নিলুফা শিরিন ফারজানা চৌধুরী, ফেরদৌসী বেগম, জাফর আহমেদ মোল্লা, কাজী সালেহ উদ্দিন, শফিকুল ইসলাম, প্রভাষক গোলাম রসুল, মো. আল-আমিন, জহরত আরা ও সেলিনা পারভীন প্রমুখ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন