কালীগঞ্জে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ২৪ বছর পূর্তি উদযাপন
মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//
গাজীপুরের কালীগঞ্জে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠার ২৪তম বর্ষপূর্তি ও ২৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কালীগঞ্জ এস এম ই এগ্রি শাখায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড কালীগঞ্জ বাজার শাখার উদ্যোগে ব্যাংকের ২৪ বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অপারেশন ম্যানেজার মুহাম্মদ শাহিনুল হক।
ব্রাঞ্চ ম্যানেজার বিশিষ্ট ব্যাংকার রাসেদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও শাখার ক্রেডিট ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইশরাত জাহান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মাইনুল হাসান, মুহাম্মদ আব্দুল হালিম খান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, গ্রাহক মো. আব্দুল আজিজ লাল মিয়া ও কাজী মো. হারুন অর রশিদ টিপু প্রমুখ।
ব্রাঞ্চ ম্যানেজার বিশিষ্ট ব্যাংকার রাসেদুল হাসান চৌধুরীর গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাপনি বক্তব্য শেষে ব্যাংকের ২৫তম জন্ম দিন উপলক্ষে কেক কেটে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। এ সময় শাখার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।