আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সকালে স্কুল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি বিদ্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার, রিসোর্ট সেন্টারের কন্সট্রাক্টর আহাম্মদ আলী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুসরাত জাহান ও আঞ্জুমান আরা, প্রধান শিক্ষক দীলিপ কুমার দাস, শিক্ষক মোহাম্মদ কাউছার মিয়া, শিক্ষক ফেরদৌসী বেগম প্রমুখ।