আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
কালীগঞ্জে জয়দেবপুর-ইটাখোলা সড়কের জাঙ্গালিয়ার দুবুরিয়া নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় মোক্তারপুর ইউপি সদস্য জসিম উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।নিহত জসিম উদ্দিন মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য এবং মোক্তারপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, ইউপি সদস্য জসিম উদ্দিন বিকেলে গাজীপুর থেকে জয়দেবপুর-ইটাখোলা সড়ক হয়ে মোটরসাইকেল যুগে মোক্তারপুর নিজ বাড়িতে ফিরছিলেন।
পথে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনায় পর অপর মোটরসাইকেলটি রেখে দুই আরোহী পালিয়ে গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।