কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিনের স্মরণ সভা ২৯ সেপ্টেম্বর

0
239

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজসেবক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের ৩৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আগামী ২৯ সেপ্টেম্বর রোজ রোববার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় শহীদ ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ২ ঘটিকায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি। সম্মানিত অতিথি হিসেবে স্মরণ সভায় উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়ার পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও ঢাকা বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, মো. ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা এমপি সামসুন্নাহার ভূইয়া ও সংরক্ষিত মহিলা এমপি রুমানা আলী তুসি প্রমুখ।
এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা ও কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা স্মরণ সভায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন