কালীগঞ্জে শ্বাসকষ্টে অপরিচিত এক বৃদ্ধের মৃত্যু

0
912

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শ্বাসকষ্ট নিয়ে আব্দুল কাইয়ুম (৬০) নামে এক বৃদ্ধ ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাতটার দিকে ওই বৃদ্ধ মারা যায়। ভর্তির সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিসেলি ঘোষ মুনমুন জানায়, শ্বাসকষ্ট ও হাঁপানি নিয়ে রিকশাযোগে আব্দুল কাইয়ুম নামে ওই রোগী জরুরি বিভাগে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। ওই বৃদ্ধ শুধু তার পিতা মৃত আব্দুর রশিদ বলতে পেরেছে কিন্তু ঠিকানা বলতে পারেনি। এই সময় এই (০১৭৮৮৫৫২৪১২) মোবাইল নম্বরটি সে বলতে পেরেছেন ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. ছাদেকুর রহমান আকন্দ বলেন,ওই মৃত ব্যক্তির করোনা ভাইরাস আছে কিনা সেই জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হবে। এখনোও পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় বা পরিবার পরিজনের সন্ধান পাওয়া যায়নি। যেই মোবাইল নম্বরটি রেজিষ্ট্রার বহিতে লেখা ছিল,তা বন্ধ পাওয়া যাচ্ছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন