কালীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা মূলক আলোচনা সভা

0
70

Exif_JPEG_420

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইসলামিক মিশন দুর্বাটির আয়োজনে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের হলরুমে এ জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম। কলেজের সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মেহের আফরোজ রিয়া, কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক রোজি আক্তার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী সালাউদ্দিন, সহকারী অধ্যাপক সালাওয়াত জাহান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও শিক্ষার ক্ষেত্রে যখন এগিয়ে যাচ্ছে তখন পশ্চিমা বিশ্ব এ দেশকে কালো তালিকায় ফেলার জন্য উঠে পড়ে লাগে। বাংলাদেশে জঙ্গি রয়েছে, এদেশে ব্যবসা-বাণিজ্য করা সম্ভব নয় বলে প্রচার করতে থাকে। এদেশে সন্ত্রাস ও জঙ্গিদের কোনো ঠাঁই নেই। কঠোর হস্তে সরকার জঙ্গিদের দমন করেছে। হত্যা আর রক্তপাত করে ধর্ম প্রচার করা যায় না। ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিরা মানুষ হত্যা করছে, ইসলামে জঙ্গিদের কোনো স্থান নেই। তাই সন্ত্রাস ও জঙ্গিদের বিরোধে সবায়কে রুখে দাঁড়াতে হবে। তারা যেন ধর্মের দোহাই দিয়ে কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন না করতে পারে সেদিকে সবায় খেয়াল রাখতে হবে। পরিবার-পরিজন,প্রতিবেশিসহ সবায়কে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতন হতে হবে। তবেই দেশ সন্ত্রাস ও জঙ্গি মুক্ত হবে।

কোন মন্তব্য নেই