কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ইউ এন ওর মতবিনিময়

0
35

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ইউ এন ওর মতবিনিময়।

মোঃ ইব্রাহীম খন্দকার
কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধিঃ
মুজিববর্ষে জমি ও গৃহহীন থাকবে না কেউ এ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে। এ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ জুলাই ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসসাদিকজামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীনা আক্তার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে ২০২০-২০২১ অর্থবছরে প্রথম পর্যায়ে সারাদেশে ৬৬ হাজার ১৮৯ টি গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে কালীগঞ্জ উপজেলায় ২৫ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে ও হস্তান্তর করা হয়েছে । দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের মধ্যে কালীগঞ্জ উপজেলায় ২০ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নির্মাণ করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে ।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় তুমিলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগরে ৪৫ টি ঘর হস্তান্তর করা হয়।

কালীগঞ্জ উপজেলার মধ্যে সর্বমোট ১২৭ টি পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হবে এর মধ্যে ৯০ টি ঘর নির্মাণ করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

তৃতীয় পর্যায়ে ২য় ধাপে আরও ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর।যার মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৩৭ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে দুই শতক জমিসহ আধাপাকা নতুন ঘর।

কোন মন্তব্য নেই