কালীগঞ্জে সোনাকান্দা দরবার শরীফের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
40

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের দোয়া ও ইফতার মাহফিল কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে কালীগঞ্জ উপজেলার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তালিমে হিজবুল্লাহ গাজীপুর জেলার সভাপতি মাওলানা মো. শফিকুর রহমান আজাদীর সভাপতিত্বে ও কালীগঞ্জ উপজেলা মুয়ালেম মাওলানা মো. রুহুল আমিনের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের সাবেক মহা-পরিচালক শহিদুজ্জামান সরকার।
বিশেষ অতিথি কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফর রহমান, কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আজাদ ফারুকউদ্দিন আহমেদ, নরসিংদী জেলা তালিমে হিজবুল্লাহ সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের খলিফা আলহাজ্ব মো. অলিউল্লাহ।
কালীগঞ্জে সোনাকান্দা দরবার শরীফের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালিমে হিজবুল্লাহ কালীগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আশরাফী রাশেদ, পৌর সভাপতি আলহাজ্ব মো. নওশের আলী, যুব কাফেলা কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়াসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কল্যাণ এবং দেশবাসীর উপর আল্লাহর রহমত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই