Exif_JPEG_420
আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীদের সাহস বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কালীগঞ্জ থানা প্রশাসন।
ছেলেধরা গুজবে আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্য গতকাল শনিবার সকাল থেকে কালীগঞ্জ পৌরসভার কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পালন করেন কালীগঞ্জ থানা পুলিশ। কালীগঞ্জ থানার ওসি (অপারেশন) কেএম সোহেল রানার নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই মো. বেলাল হোসেন ও এসআই মো. মছিউর রহমান উপজেলার বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালীগাঁও উচ্চ বিদ্যালয়, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মূলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পুলিশ কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছেলেধরা ও পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বিষয়ক গুজবে ভীত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান।
দুপুরে ওই পুলিশ কর্মকর্তারা কালীগঞ্জ পৌর এলাকা দেওপাড়া মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে গুজব প্রতিহত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সাহস নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করার জন্য আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকির পিএস মো. মাজেদুল ইসলাম সেলিম, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নুসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।