কালীগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
24
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি,
কালীগঞ্জে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রাম সংলগ্ন কাঞ্চন-মিরের বাজার মহাসড়কের পাশে ফাঁকা স্থান থেকে পেছনে হাত-পা ও মুখ বাধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে। বিবস্ত্র অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করেছেন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই গোলাম মাওলা।
এস আই গোলাম মাওলা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রাম সংলগ্ন কাঞ্চন-মিরের বাজার মহাসড়কের পাশে ফাঁকা স্থানে  হাত-পা ও মুখ বাধা অবস্থায় এবং গলায় ফাঁস লাগানো বিবস্ত্র এক অজ্ঞাত যুবকের মৃতদেহ পড়ে থাকে। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ  ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । নিহতের মাথায় ও নাকে-মুখে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। তার কয়েকটা দাঁত ভাঙ্গা ছিল। কেউ মেরে ওই সড়কের ফাঁকা স্থানে তার লাশ ফেলে গেছে বলে পুলিশের ধারণা।

কোন মন্তব্য নেই