আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নারী উদ্যোক্তাদের পরিচালনায় মহিলা বিপনী কেন্দ্র (জয়িতা-কালীগঞ্জ) কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৫ জন উদ্যোক্তাদের মাঝে নগদ ভাতা প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান উপস্থিত থেকে নারী উদ্যোক্তাদের মধ্যে এ ভাতা ও সনদপত্র বিতরণ করেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুলতানা রাজিয়া।
কালীগঞ্জ উপজেলার কয়েকটি নারী সমিতির ২৫০ নারী উদ্যোক্তারা বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিতে আবেদন করলেও এর মধ্যে ২২দিন প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৫ জন উদ্যোক্তাদের মাঝে জনপ্রতি নগদ ২২ শত টাকা ভাতা প্রদান ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।