আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ২৫ জন যুবক-যুবতীর মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে ২৫ জন যুবক-যুবতীর মাঝে ক্ষুদ্র ঋণ হিসেবে ১৭ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ওই সব যুবক যুবতীর মাঝে সব নি¤œ ৬০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মো. শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ প্রমুখ।