আহাম্মদ আলী, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রাম থেকে ৪১ পিচ ইয়াবাসহ মঞ্জু ভূইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কালীগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) আব্দুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দুর্বাটি গ্রাম থেকে ৪১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মঞ্জু ভূইয়া (২৮) কে গ্রেফতার করেন । গ্রেফতারকৃত মঞ্জু বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মো. হাফিজউদ্দিন ভূইয়ার ছেলে।
এ সংক্রান্ত বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে থানার উপপরিদর্শক(এসআই) আব্দুর রহমান এ প্রতিবেদককে জানান।