কালীগঞ্জ আজমতপুর এডুকো শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
68

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এডুকো শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক খানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল বেপারী।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আজমতপুর এডুকো শিক্ষালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খানম লিপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাঙ্গালিয়া ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো. আফজাল হোসেন খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলী আকবর মিয়া, পুনসহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. শফিউল আলম রতন, গাজীপুর জেলা মানবাধিকার কমিশনের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুল গাফফার, আনন্দ টিভির সাংবাদিক মো. খোরশেদ আলম খান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুল লতিফ খান, জাঙ্গালিয়া যুবলীগের সভাপতি মাসুদ রানা, বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা বেগম, মো. সোহেল রানা ও মরিয়ম বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন