কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চন্দন দে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্বশীল ভূমিকা রাখায় এপ্রিল মাসে থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পেয়েছেন। গতকাল সোমবার গাজীপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম’র নিকট থেকে এসআই চন্দন দে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে তিনি প্রশংসাপত্র ও সম্মানি গ্রহণ করেন। এসআই চন্দন দে মার্চ মাসে কাজের স্বীকৃতি স্বরুপ জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবেও পুরস্কার পেয়েছিলেন। কর্তব্যের সাথে দায়িত্ব পালন করে তিনি কালীগঞ্জ থানায় যোগদানের ৬ মাসের মধ্যে চার বার থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পেয়ে সুনাম অর্জন করেছেন। জানুয়ারি ও ফেব্রæয়ারি মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে কালীগঞ্জ থানার মধ্যে তিনি দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার পেয়েছিলেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) চন্দন দে বলেন, কাজের মূল্যায়ন পেলে কাজ করতে উৎসাহ জাগে। পুলিশ সুপার শামসুন্নাহার আমাদের কাজ করতে প্রেরণা যুগিয়ে যাচ্ছেন। পুলিশের সুনাম রক্ষায় কর্তব্যের সাথে কাজ করে যাচ্ছি।