কালীগঞ্জ পৌর নির্বাচন, প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

0
11

খন্দকার ইব্রাহিম,কালীগঞ্জ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল।

আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে জনগণের সেবা করার উদ্দেশ্য নিয়ে ভোটারের সমর্থন পাওয়ার আশায় মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করে যাচ্ছেন। আগামীকাল ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন থাকায় আজ (সোমবার) অনেক প্রার্থীরা নির্বাচনী আমেজ নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা চত্বর এসে নির্বাচনী বিধি মেনে নির্বাচন অফিসে গিয়ে জেলা নির্বাচন অফিসার ও কালীগঞ্জ পৌরসভা সাধারন নির্বাচনের রিটানিং অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করে থাকেন।
কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ফরিদ আহমেদ মৃধা দলীয় কয়েকজন নেতাকর্মীদের নিয়ে বিকেলে উপজেলা নির্বাচন অফিসে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সকাল থেকে বিকেলে পর্যন্ত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বেশ কয়েকজন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল হাশেম ভূইয়া ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আরমান হোসেন আকন্দ মনোনয়নপত্র দাখিল করেছেন।
২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আফসার হোসেন ও ইব্রাহীম মোল্লা মনোনয়নপত্র দাখিল করেন।
৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মো. জালালউদ্দিন দেওয়ান, মো. আশরাফউজ্জামান মনোনয়নপত্র দাখিল করেছেন।
৪ নম্বর ওয়ার্ড থেকে তিনজন কাউন্সিলর প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মো. আতাবউদ্দিন, মো. বাদল হোসেন ও মো. আকরাম হোসেন।
৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আশরাফুল আলম রিপন, পিয়ারা বেগম শান্তা, মো.নাইম হোসেন ও মো. জামান।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন শুক্কুর ও রুহুল আমিন মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে আমিরুন্নেসা, মৌসুমী আক্তার, সেলিনা আনোয়ার মনোনয়নপত্র দাখিল করেছেন। ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে শামীমা মুক্তা খুশি খানম, শাহানাজ আক্তার চামেলী, নারগিস আক্তার মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে কান্তা ভূইয়া ও নারগিস আক্তার মনোনয়নপত্র দাখিল করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন