আওয়ামীলীগ নেতার স্ত্রী কালীগঞ্জ সড়ক দূর্ঘটনায় মৃত্যু
মোঃ ইব্রাহীম খন্দকার,কালীগন্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে আত্মীয়ের লাশ দাফন কাফন শেষে স্বামীর সাথে মোটরসাইকেলে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় রোকসানা (৪৫) নামে এক মহিলা মৃত্যুবরণ করেছেন। নিহত রোকসানা কালীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খন্দকারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রোকসানা বোনের শ্বাশুড়ীর লাশ দাফন কাফন শেষে তার স্বামীর সাথে মোটরসাইকেলে বাড়ী ফিরছিলেন। বাড়ী ফেরার পথে বালীগাঁও বাইপাস সড়কে পৌছলে রোকসানা মোটরসাইকেল থেকে পড়ে গেলে একটি পিকআপ ভ্যান তার উপর দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার এস.আই ইমরান তালুকাদার জানান, দূর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।