কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জ সরকারি হাসপাতাল থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ । ওই অজ্ঞাত মহিলার হাতে-পায়ে, মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে এক সিএনজি চালক তার সিএনজিযোগে ওই মহিলাকে (৬০) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাত ধোঁয়ার কথা বলে সে সেখান থেকে চলে যায়। প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলা মারা যান।
আনয়নকারী ওই মহিলাকে হাসপাতালে রেখে চলে যাওয়ায় তার নাম-ঠিকানা রেজিস্ট্রারে লেখা সম্ভব হয়নি বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.নেছারউদ্দিন রাতে হাসপাতালে গিয়ে ওই অজ্ঞাত মহিলার সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত বারোটার দিকে তার লাশ থানায় নিয়ে যায় । গতকাল বুধবার ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কালীগঞ্জ থানা পুলিশ।
ওই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি বলে বিষয়টি স্বীকার করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নেছারউদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কোনো স্থানে সড়ক দূর্ঘটনায় ওই মহিলা আহত হন। পরে এক সিএনজি চালক তাকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হাসপাতাল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
- অন্যান্য
- অপরাধ
- আইন আদালত
- গ্রাম বাংলা
- চাকুরির খবর
- জানা-অজানা
- জেলার সংবাদ
- নারী ও শিশু
- পরিচালক
- ব্রেকিং নিউজ
- স্বাস্থ্য
- স্লাইড