গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুরে পুলিশের অভিযানে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ দু’জনকে গ্রেফতার করা হয়রছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল পৌনে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন এর কাশিমপুর থানাধীন রবিদাস পাড়া সুরেশ রবিদাস ও রীনা রবিদাস এর বাড়ীতে অভিযান চালিয়ে। দেশীয় তৈরী মোট ১০০ লিটার চোলাই মদ এবং মদ তৈরীর উপকরনসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হল- ১। সুরেশ রবিদাস (৪৫), পিতা-মৃত মথুরা বরিদাস, মাতা-মৃত সুরিয়া রবিদাস ,২। রীনা রবিদাস (৪০),স্বামী -মৃত খোকন রবি দাস @ছটু, মাতা-বিলাশী রবিদাস । মামলা রুজু প্রক্রিয়াধীন।