কাশিমপুর থানার উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে
আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
জি নিউজ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গ-কন্যা, জননেত্রী শেখ হাসিনার ঘোষনা (ধর্ম যার যার, উৎসব সবার) অনুযায়ী গাজীপুর মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলী খান এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০১৯ খ্রিঃ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর কাশিমপুর (নামাবাজার) কালিমাতা বাড়ী প্রাঙ্গনে ২৪শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৪ টায় আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সোহরাব হুসাইন।
আরও উপস্থিত ছিলেন কাশিমপুর ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দবির সরকার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মীর আসাদুজ্জামান তুলা, কাশিমপুর থানা আওয়ালীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকার, পূজা কমিটির সভাপতি, সেক্রেটারী বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।।