মোঃ ইসমাঈল হোসেন (মাস্টার)
৩ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১.০০ ঘটিকায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে কিন্ডারগার্টেন স্কুল খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শ্রীপুর উপজেলার কিন্ডারগার্টেন স্কুল পরিচালক শিক্ষক মন্ডলী।
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে শিক্ষক নেতারা আগামী ১৪ ফেব্রুয়ারির পর স্কুল বন্ধের সময় না বাড়িয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে স্কুল খুলে দেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, হারুন অর রশিদ ফরাজী, শামীম আহমেদ, শওকত ওসমান সেলিম, রাশিদুল ইসলাম, আবু সাঈদ, আরিফুল ইসলাম, ফাইজ উদ্দিন, আলমগীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে শ্রীপুর উপজেলার অন্যান্য শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রণ করে স্কুল খুলে দেয়ার দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করেন।