কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে ২০০০পিস ইয়াবা ট্যাবলেট ১টি প্রাইভেটকার সহ মাদক দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
12

কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে ২০০০পিস ইয়াবা ট্যাবলেট ১টি প্রাইভেটকার সহ মাদক দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জি নিউজ ডেস্কঃ গত-২৩/০৯/১৯খ্রিঃ তারিখ কুমিল্লার ডিবি’র এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম, এসআই/মোঃ কামাল হোসেন, এসআই/নন্দন চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্সদের নিয়া মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে, গোপন সংবাদের ভিত্তিতে ঐ তারিখ বিকাল ১৭:০০ ঘটিকার সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীণ, জোড়কানন সাকিনস্থ মুচি বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছিয়া তথায় যান বাহন পর্যবেক্ষন করা কালে, অনুমান ১৫ মিনিট পর ০১টি সিলভাল রংয়ের প্রাইভেটকার, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-গ-৩৭-০৩২০ গাড়ীটিকে আসিতে দেখিয়া বর্ণিত গাড়ীটিকে সংকেত দিয়া থামাইয়া গাড়ীর ভিতরে থাকা মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আব্দুল মান্নান (৩৫), পিতা- মোঃ আব্দুল মতিন, মাতা-শাফিয়া খাতুন, সাং-বীর রামপুর (মড়লবাড়ীর সাথে), থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ ও গাড়ীর ড্রাইভার আসামী ২। মোঃ সুরুজ আলী [গাড়ীর ড্রাইভার] (৩৭), পিতা-মোঃ আঃ রহমান, মাতা-আনোয়ারা বেগম, সাং-হদ্দের ভিটা (দক্ষিণ পাড়া), থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ’দ্বয়কে আটক করেন এবং আসামী ১। মোঃ আব্দুল মান্নান এর পরিদেয় সাদা রংয়ের টাউজার প্যান্টের ডান সাইডের পকেট হইত ০৩টি নীল রংয়ের এয়ার টাইট প্যাকেটের ভিতরে রক্ষিত ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামীদ্বয়ের ব্যবহৃত বর্ণিত প্রাইভেটকার গাড়ীটি তল্লাশী করিয়া বর্ণিত গাড়ীর ভিতরে গাড়ীর ইস্টিয়ারিং বক্সে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ০৭টি নীল রংয়ের এয়ার টাইট প্যাকেটের ভিতরে রক্ষিত, ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, সর্ব মোট (৬০০+১৪০০)=২০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাইয়া উদ্ধার করতঃ উদ্ধারকৃত ২০০০ পিস ইয়াব ট্যাবলেট সহ আসামী ১। মোঃ আব্দুল মান্নান এর ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন আসামী ২। মোঃ সুরুজ আলী এর ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, মোট ০৫ টি মোবাইল ফোন সহ আসামীদের ব্যবহৃত ০১টি সিলভাল রংয়ের প্রাইভেটকার, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-গ-৩৭-০৩২০ গাড়ীটি জব্দ করা হয়। আসামীদ্বয়ের দখল হইতে উদ্ধারকৃত প্রাইভেটকারটি ধৃত আসামীদ্বয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহনে ব্যবহার করিতেছিল। অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়েআসামী ১। মোঃ আব্দুল মান্নান, ২। মোঃ সুরুজ আলীদ্বয়ের বিরুদ্ধে ডিবি পুলিশের এসআই মোঃ কামাল হোসেন বাদী হইয়া কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করে।

কোন মন্তব্য নেই