জি নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি স্বাক্ষরিত কুমিল্লা-১১ থেকে মনোনয়ন চিঠি পেয়েছেন মজিবুল হক। কুমিল্লা-১১ আসন থেকে মনোনয়ন পাওয়া রেলপথ মন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম, অর্থাৎ কুমিল্লা-১১ আসন। আমার এলাকায় এখন নৌকার পক্ষে জোয়ার উঠেছে। আমার এলাকার জনগণ এখন বলে- আগামীতে ইনশাআল্লাহ আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর চৌদ্দগ্রামের এমপি মুজিবুল হক।’