কুষ্টিয়ায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১০৪

0
11

জি-নিউজ ডেস্কঃ
কুষ্টিয়া জেলায়লায় নতুন করে আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ১০৪ জনে। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ২৯ জন। একই সাথে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৭০ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন।

আজ শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কুষ্টিয়ায় ১৫১ টি নমুনার মধ্যে কুষ্টিয়ার ৪৪ টি পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে কুষ্টিয়ার ৬ জনের করোনা পজিটিভ এসেছে।

নতুন আক্রান্তের মধ্যে জেলার সদর উপজেলায় ৩ জন। এদের সবার বাড়ী হরিপুরের হাজীপাড়াতে। দৌলতপুর উপজেলার ১ জন ও খোকসা উপজেলার ২ জন নতুন আক্রান্ত হয়েছে। খোকসার দুইজনের ঠিকানা থানাপাড়া ও আমলাবাড়ীতে। দৌলতপুরের আক্রান্ত ব্যক্তি চক দৌলতপুর নিবাসী। আজকে শনাক্তকৃত দের মধ্যে ৪ জনের বয়স ৩০- ৪০ বছর ও ২ জনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে। আজকে নতুন সনাক্ত ২ জন পুরুষ ও ৪ জন মহিলা।নতুন ৬ জন সহ শনাক্তকৃত ১০৪ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ২৪ জন, ভেড়ামারা উপজেলায় ১৫ জন, মিরপুর উপজেলায় ১২ জন, সদর উপজেলায় ৩১ জন, কুমারখালী উপজেলায় ১৬ জন ও খোকসা উপজেলায় ৭ জন। এদের মধ্যে পুরুষ রোগী ৭৮জন ও নারী ২৬ জন।

কোন মন্তব্য নেই