কোরআন ও হাদিস

0
124

আমি বললামঃ ” আমি ব্যর্থ ”
আল্লাহ বলেনঃ ” বিশ্বাসীরা সফল হয় ”
[কুরআন–২৩:১]
.
আমি বললামঃ ” আমার জীবনে অনেক কষ্ট ”
আল্লাহ বলেনঃ “নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি ”
[কুরআন–৯৪:৬]
.
আমি বললামঃ “আমাকে কেউ সাহায্য করেনা ”
আল্লাহ বলেনঃ “মুমিনদের সাহায্যে করা আমার দায়িত্ব ”
[কুরআন–৩০:৪৭]
.
আমি বললামঃ ” আমি দেখতে খুবই কুৎসিত ”
আল্লাহ বলেনঃ “আমি মানুষকে সৃষ্টি করেছি,সুন্দরতম আকৃতিতে ”
[কুরআন–৯৫:৪]
.
আমি বললামঃ “আমার সাথে কেউ নেই ”
আল্লাহ বলেনঃ “ভয় করোনা,আমি মুমিনদের সাথে আছি ”
[কুরআন–২০:৪৬]
.
আমি বললামঃ ” আমার পাপ অনেক বেশী ”
আল্লাহ বলেনঃ “আমি তওবাকারীদের ভালোবাসি ”
[কুরআন–২:২২২]
.
আমি বললামঃ “আমি সব সময় অসুস্থ থাকি ”
আল্লাহ বলেনঃ “আমি কুরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি ”
[কুরআন–১৭:৮২]
.
আমি বললামঃ ” এই দুনিয়া আমার ভাল লাগেনা ”
আল্লাহ বলেনঃ “তোমার জন্য পরকাল,ইহকাল অপেক্ষা শ্রেয় ”
[কুরআন–৯৩:৪]
.
আমি বললামঃ ” বিজয় অনেক দুরে ”
আল্লাহ বলেনঃ “আমার সাহায্যে একান্তই নিকটবর্তী ”
[কুরআন–২:২১৪]
.
আমি বললামঃ “আমার জীবনে খুশি নেই ”
আল্লাহ বলেনঃ ” শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে ”
[কুরআন–৯৩:৫]
.
আমি বললামঃ ” আমি সব সময় হতাশ ”
আল্লাহ বলেনঃ ” আর তোমরা নিরাশ হয়োনা এবং দুঃখ করোনা ”
[কুরআন–৩:১৩৯]
.
আমি বললামঃ ” আমার কোন পরিকল্পনা সফল হচ্ছে না ”
আল্লাহ বলেনঃ “আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী ”
[কুরআন–৩:৫৪]
.
আমি বললামঃ ” আমার কেউ নেই।”
আল্লাহ বলেন, “যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।”
[সুরা তালাক ৬৫:৩]

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন