খন্দকার মোশতাকের ভাতিজির পক্ষ নিয়ে ভূমি দস্যুতা,বহিষ্কার হচ্ছেন নূরে আলম মোল্লা!?

0
852

খন্দকার মোশতাকের ভাতিজির পক্ষ নিয়ে ভূমি দস্যুতা, বহিষ্কার হচ্ছেন নূরে আলম মোল্লা!

স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর ৩ আসনে প্রায় প্রতিদিন কারো না কারো সহায় সম্পত্তি দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। অনুসন্ধানে জানা যায়, স্থানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজের মদদপুষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত রয়েছে জমি দখলবাজির সাথে। প্রশাসন নিরব ভূমিকা পালন করায় ভূমিদস্যূরা বেপরোয়া হয়ে পড়ছে। ভয়ে কেউ মুখ খুলেনা, এমন কি কোনো পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় ভূমিদস্যুতা নিয়ে নিউজ হয়না।

সর্বশেষ গত ২৫ জুলাই একটি ব্যতিক্রম ঘটনা ঘটে। পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বৈরাগীর চালায় জমি দখল করতে গিয়ে জমির মালিকের বাড়িতে হামলা হচ্ছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুরু হয় ঘটনা ধামাচাপা দেওয়ার বিভিন্ন রাজনৈতিক অপকৌশল।

ঘটনা এখানেই শেষ নয়! ভূমিদস্যুতায় জড়িত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী খন্দকার মোশতাক আহমেদের আপন ভাতিজি। এই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বৈরাগীর চালায় জমি দখলে ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিন পরিদর্শনে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুখ্যাত খন্দকার মোশতাকের ভাতিজির পক্ষ নিয়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তাদের ৮ বিঘা পৈত্রিক সম্পত্তি দখল করে নিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকার উপরে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে গেলেও শ্রীপুর থানা তাদের অভিযোগ গ্রহণ করেননি বলেও জানিয়েছে পরিবারটি।

গত ২৫ শে জুলাই ভোর বেলায় আবারও নতুন করে ২ বিঘা জমি দখল নিতে চাইলে জমির মালিক বাঁধা দেয়। দখলের কাজে বাঁধা দেয়ায় ৩০ থেকে ৪০ জনের অস্ত্রধারী সন্ত্রাসীরা জমির মালিকের বাড়িতে হামলা চালায়, শিশু কিশোর, নারী এবং বৃদ্ধা সহ মোট ৮ জনকে রক্তাক্ত করে মারাত্মকভাবে আহত করে।
চিকিৎসা নিতে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও নূরে আলম মোল্লার সন্ত্রাসীদের ভয়ে ভূক্তভূগীর পরিবার চিকিৎসা না নিয়েই ফিরে আসতে বাধ্য হয়।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। সচেতন মহলে প্রশ্ন উঠেছে, বঙ্গবন্ধুর খুনী খন্দকার মোশতাক আহমেদের আপন ভাতিজির পক্ষ নেয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার নীতি নৈতিকতা নিয়েও। আওয়ামী লীগের নেতা হয়ে বঙ্গবন্ধুর খুনী পরিবারের পক্ষ নেয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে পৌর আওয়ামী লীগের কমিটি থেকে নূরে আলম মোল্লার পদত্যাগ দাবি করেছেন।

জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শ্রীপুরে ভূমিদস্যূতার মতো ভয়াবহ ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে, যা জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও আশংকা করছেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

ভূমিদস্যু নূরে আলম মোল্লার আরও অপকর্মের ফিরিস্তি এসেছে সংবাদিকদের হাতে। যা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নূরে আলম মোল্লার বিষয়ে সিদ্ধান্ত নিতে শ্রীপুর পৌর আওয়ামী লীগ আজকে জরুরী বর্ধিত সভার আয়োজন করেছে। এই সভায় নৈতিক ক্ষ্মলনের অভিযোগে নূরে আলম মোল্লা সহ ভূমিদস্যুতায় জড়িত আরও অনেককে বহিষ্কারের সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এমপি সবুজের ঘনিষ্ঠ একজন সিনিয়র নেতা।

কোন মন্তব্য নেই