ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দিন ধার্য করেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া।
হান্নান ভূঁইয়া বলেন, ‘করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় এত দিন বিচারকাজ হয়নি। তাই নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ থেকে শুনানি অনুষ্ঠিত হবে।’