খুলনার দাকোপে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন

0
36

এফএনএস কে এম আজগর হোসেন ছাব্বির:দাকোপ খুলনা থেকে

কনকনে শীতে যবুথবু হয়ে পড়া দাকোপের গৃহহীন অসহায় ছিন্নমূল মানুষ ও এতিমদের মাঝে উষ্ণতার পরশ দিতে গভীর রাতে বের হয়ে নিজ হাতে সরকারী সহায়তা হিসেবে বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল জড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ। এ সকল ছিন্নমুল অসহায় মানুষ গুলির মধ্যে ভ্যান চালক আবুল কালাম শেখ, দিন মজুর অহিদ গাজী(৭৬), মান্দার মন্ডল (৭২), মামুন শেখ (৫৬), তাহের সরদার (৬৫), স্বামী পরিত্যাক্তা ভানুমতি বেগম (৬৪) শীতবস্ত্র পেয়ে আবেগ তাড়িত কণ্ঠে ইউএনও’কে জানান, পথের পাশে সরকারী জায়গায় কোন রকম একটু ঝুপড়ি ঘর করে আমরা আমাগে ছেলে মেয়ে নিয়ে বাস করতিছি। কনকনে শীতে ঝুপড়ি ঘরে থাকা যায় না, চার পাশদিয়ে শীতের বাতাস ঢোকে। আমাগের কষ্টের সীমা নেই। আমাগে নুন আনতি পান্তা ফুরোই। আমরা শীতের গরম কাপড় কিনতি পারিনে স্যার। আপনাগে কাছতে আজগে এ শীতের কম্বল পাইয়ে আমরা বেজয় খুশি যা বুলে বোঝানোর ভাষানেই। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে এ চিত্র দেখা গেছে সর্বত্র।
বিশেষ করে উপজেলার ওয়াপদা রাস্তার পাশে সরকারী জায়গায় কোন রকম ঝুপড়ি ঘরে বসবাসকারী এ সকল অসহায় ছিন্নমুল মানুষের যেন শীত কষ্টের সীমা নেই। দেখা গেছে ওই সকল পরিবারের মধ্যে কারো গায়ে একটি জামা থাকলেও চলমান কনকনে শীত নিবারণের কাপড় বা কম্বল নেই। পরিবার গুলো ঝুপড়ি ঘরের পাশে খড়কুটা জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা চালিয়ে থাকে। গতকাল ৮ জানুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ১০ টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ নিজ হাতে এলাকার অসহায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলার বারুইখালী, চালনা পৌরসভার উত্তর কোলনী, চালনা আরশাদ আলী এতিম খানা, চালনা মোল্যা মেহেদী হাসান এতিম খানা, পোদ্দারগঞ্জ ফেরীঘাট, পানখালী ফেরীঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সঞ্জীব দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ মিরাজ হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের বলেন, উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের জন্য সরকারী ভাবে প্রাপ্ত ৩ হাজার ৭শত ৯৩ পিচ শীতবস্ত্র কম্বল পাওয়া গেছে। এ সকল শীতবস্ত্র প্রতিটি ইউনিয়নের অসহায়দের মাঝে প্রদানের জন্য জনসংখ্যা হারে সংশিষ্ট চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দাকোপে অসহায় হতদরিদ্র ছিন্নমুল পরিবারের সংখ্যা অনুযায়ী প্রাপ্ত শীতবস্ত্র অপ্রতুল। এ ক্ষেত্রে আগামি দিন গুলিতে শীতের তীব্রতা বাড়লে বিত্তবান পরিবার এবং বেসরকারী সংস্থা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তা অত্যান্ত জরুরী।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন