খুলনায় গভীররাতে বৃদ্ধকে জবাই করে হত্যার চেষ্টা।

0
33

কে, এম, আজগর হোসেন ছাব্বির:খুলনা থেকে।

খুলনা জেলার দাকোপ উপজেরার পানখালীতে গভীররাতে বৃদ্ধকে জবাই করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা ঘটনার সাথে জড়িত এক যুবককে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়েছে। এ ঘটনায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েক জনকে আসামী করে দাকোপ থানায় এজাহার দাখিল হয়েছে।

এলাকাবাসী ও এজাহার সুত্রে জানা যায় চলমান বিশ্বকাপ খেলা দেখে নিজ বাড়ীর বারান্দায় ঘুমিয়ে যায় পানখালী গ্রামের মৃতঃ নারায়ন রায়ের পুত্র নিখিল রায় (৫৫)। রাত আনুমানিক ২ টার দিকে শুয়ে কেবল তন্দ্রাভাব। এমন সময় তার গলায় দা দিয়ে পোঁচ দেওয়ার চেষ্টাকালে সে হাত দিয়ে বাঁধা দিয়ে চিৎকার করে ওঠে। সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ততক্ষনে নিখিল রায়ের গলাসহ দু’হাত রক্তাত্ব জখম হয়। জানা যায় আহত নিখিল রায় এ ঘটনায় জড়িত হিসেবে একই গ্রামের জিন্নাত শেখের মাদকাসক্ত পুত্র সিপার শেখকে দেখেছে মর্মে সন্দেহের কথা স্বজনদের কাছে জানায়। ঘটনার সময় বিশ্বকাপের খেলা চলমান থাকায় অনেকেই পাশে খেলা দেখছিল। চিৎকারের শব্দে তারা এগিয়ে এসে ঘটনা শুনে সিপারের খোজে বের হয়। ব্যাপক খোজাখুজির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসী ফজরের আযানের সময় পানখালী ফেরীঘাট থেকে তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার রাতে সিপারকে দা ও খেলনা পিস্তলসহ কোন একজন দেখেছিলো বলে জানা গেছে। জানা যায় কোন পূর্ব শত্রুতা ছাড়াই সিপার এ কাজ করছিলো। মাদকাসক্ত বেসামাল সিপার অতীতে এমন একাধীক ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এ দিকে রক্তাত্ব জখম অবস্থায় নিখিল রায়কে ভোরে দাকোপ হাসপাতালে ভর্তি করা হয়। তার দু’হাতে ১৩ টি সেলাই লেগেছে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখিল রায় বাদী হয়ে সিপারকে প্রধান আসামী করে হাটবাটি বটিয়াঘাটার সোলায়মান ঢালীসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে দাকোপ থানায় এজাহার দাখিল করা হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ঘটনার মুলহোতাকে আটক করা হয়েছে বাকীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন