খুলনা মহানগর এলাকা হতে দুটি পৃথক অভিযানে ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের গুজব সৃষ্টিকারী প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬, খুলনা।
গত ২ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে মেজর মোঃ আনিস-উজ-জামান এবং এএসপি মোঃ তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, খুলনা মহানগর এলাকায় আসন্ন এসএসসি পরীক্ষা ২০২০ সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্যগণ মোবাইলের মাধ্যমে ফেইসবুক আইডি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের গুজব সৃষ্টির মাধ্যমে অর্থ আত্মসাতের চক্রান্ত করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষনিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শেরে বাংলা রোড সোলায়মান নগর এ কে এম নাছির উদ্দিন এর বাড়ি থেকে ভাড়াটিয়া মোঃ শাকিল মাহমুদ(২০), পিতা-মোঃ নুরুজ্জামান, সাং-সিংজোড়, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট এ/পি সাং-শেরে বাংলা রোড সোলায়মান নগর, থানা-সোনাডাঙ্গা কেএমপি, খুলনাকে ১। ০১টি ল্যাপটপ ২। ০২টি মোবাইল ফোন ৩। ০৩টি সীমকার্ডসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক রাত পৌনে ১ টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা মীরপাড়া জনৈক মোঃ সাইফুল ইসলাম এর বাড়ি থেকে আসামী মোঃ সাইমন ইসলাম(২০), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-পূর্ব ইসলামাবাদ, থানা-মতলব, জেলা-চাঁদপুর এ/পি সাং-গিলাতলা মীরপাড়া, থানা-খানজাহানআলী, কেএমপি, খুলনাকে ১। ০১টি মোবাইল ফোন ২। ০১টি সীমকার্ডসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া আইডি তৈরী করে ভূয়া প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার ফলাফল পরিবর্তনের গুজব সৃষ্টি এবং বিভিন্ন পরীক্ষার্থীর নিকট থেকে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতার প্রমান পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এবং খানজাহানআলী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।