কাপাসিয়া (গাজীপুর) থেকে সাইদুল ইসলাম রনিঃ করোনাকালীন সময়ে গণপরিবহন গুলো মানছেনা কোন নিয়মকানুন। গণপরিবহনে অতিরিক্ত যাত্রীবহনে নিষিদ্ধ থাকা শর্তে ও গণপরিবহনগুলোতে অতিরিক্ত যাত্রীবহন করে গাড়ি চালাচ্ছেন। পরিবহনগুলোতে কোনো সামাজিক দূরত্বও মানছে না, এমনকি বেশির ভাগ যাত্রীওদর মূখেও নেই মাস্ক। এবং সেই সাথে অতিরিক্ত ভাড়াও গুণতে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া আদায়ে জনসাধারণের উপর পড়ছে চরম দুর্ভোগ। এই দুর্ভোগে কাটানোর জন্য গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানাচ্ছি।
গতকাল একান্ত সাক্ষাৎকারে জাতীয় পার্টির ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাদশাহ আব্দুল্লাহ গণপরিবহনের ভাড়া কমানোর জোড় দাবি জানাচ্ছি। এবং সরকার ভাড়া কমানোর বিষয়টি বিশেষ ভাবে দেখবেন বলে অামি বিশ্বাস করি।