গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৯। মৃত্যুবরণকারী ব্যক্তি একজন পুরুষ। তাঁর বয়স ৫৫ বছর। তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৮ জন।
আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খান এবং স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান খান এবং আইইডিসিআর এর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। সরাসরি অনলাইনে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।