গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ করোনা রোগী শনাক্ত, মারা গেছে ২ জন

0
14

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দুইজন মারা গেছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান,গত ২৪ ঘণ্টায় ৫৫৩ টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আইইডিসিআরে ৮ জনকে শনাক্ত করা হয়েছে। একজন ঢাকার বাইরের। গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। এক জনের বয়স ৯০ ও আরেক জনের বয়স ৬০ বছর। এই দুইজনের বিভিন্ন রোগ ছিল।

আইইডিসিআর পরিচালক বলেন, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় চার জন সুস্থ হয়েছেন। মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন।

শনিবার (০৪ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।

কোন মন্তব্য নেই