জি নিউজ ডেস্কঃ গত ২৮ নভেম্বর গণফোরামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। এছাড়া আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। হবিগঞ্জ-১ আসনে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম মনোনীত প্রার্থী। একই আসনে সংরক্ষিত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ এদুটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, ঋণ খেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে প্রেরিত অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সহকারী কমিশনার বেলায়েত হোসেন। প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর গণফোরামের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। এছাড়া আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।তথ্যসুত্রঃ বাংলাদেশ জার্নাল।