গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ

0
12

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এব্যাপারে পাগলা থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ১লা নভেম্বর শুক্রবার বিকেল ৫ টায় গফরগাও উপজেলা পাগলা থানার মশাখালী ইউনিয়নের প্রসাদপুর গ্রামে জমির বিরোধের জেরে সূর্যত আলী ও নুর আলমের পরিবারের মধ্যে মারা মারির ঘটনা ঘটে। সূর্য্যত আলীর পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করে নূরে আলম বেনুয়ার। এমতাবস্থায় সূর্য্যত আলীর স্ত্রী রাজিয়া খাতুন (৬০) ও তার ছেলের বৌ রাবিয়া খাতুন (৩০)বাধা দিতে গেলে নূরে আলম বেনুয়ার মাথায় রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়।গুরুত্বর আহত অবস্থায় তাদের গফরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাবেয়া খাতুন অবস্থা আশংকা জ্বনক হলে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ৩ নভেম্বর সুর্যত আলীর ছেলে কামরুল ইসলাম বাদী হয়ে পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপরে নূর আলমের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।

পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম জানান, মারামারির ঘটনায় গত ৫ নভেম্বের ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই