গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা পেলো জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার

0
48

জি নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান এবার পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। এর আগে গত বছর ‘বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার’ পেয়েছিলেন তিনি।
আজ রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেলায়েত হোসেনসহ জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান বলেন, দ্বিতীয়বারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। যেসব সূচক বিবেচনায় প্রশাসন আমাকে এ পুরস্কার দিয়েছেন, ভবিষ্যতে এর প্রতিটি বিষয়ে শুদ্ধাচার চর্চায় মনোনিবেশ করব।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন