গরুবাহী ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি

0
26

গরুবাহী ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের নাফনদী থেকে গরুবাহী দুটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

সোমবার বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন গোলারচর এলাকা থেকে ট্রলার দুটি অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় বিজিপি।
সোমবার রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপের পশু আমদানিকারক আবদুল্লাহ জানান, সোমবার বিকালে একটি ট্রলারে করে মিয়ানমারের আকিয়াব ১১৮টি গবাদিপশু তার কাছে আসছিলেন। এসময় বাংলাদেশ জলসীমার শাহপরীর দ্বীপ সংলগ্ন ঘোলারচর এলাকা থেকে ট্রলারটি ধরে নিয়ে যায় বিজিপি। ট্রলারে প্রায় কোটি টাকার গবাদিপশু ছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফের শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক বিশ্বাস বলেন, বিকালে নাফনদী থেকে গরুবাহী দুটি ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কোস্ট গার্ডের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গরুবাহী ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিডি প্রতিদিন

কোন মন্তব্য নেই