কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত এক বৃদ্ধের(৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৮০ বছর। পরনে নীল শার্ট ও নেভী ব্লু প্যান্ট রয়েছে। উচ্চতা ৫ ফুট সাড়ে চার ইঞ্চি। মুখে সাদা দাঁড়ি রয়েছে। পোশাক দেখে মনে হচ্ছে তিনি কোনো নিরাপত্তা কর্মী।
কাপাসিয়া থানার পরিদশর্ক (তদন্ত) আফজাল হোসাইন জানান, এক শারীরিক প্রতিবন্ধী রিকশাচালক তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে গেছেন। তাকে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকার আল হায়াত জেনারেল হাসপাতাল থেকে রিকশাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে। পিবিআই ও সিআইডির ক্রাইমসিন ইউনিট পরিচয় সনাক্তের চেষ্টা করছে।